অনলাইনঃ

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বোমা হামলার ঘটনা ঘটেছে। বোমা হামলায় রিপন নামে এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছেন।

বুধবার দিবাগত রাতে শ্যামনগর উপজেলার শ্মশান ঘাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত রিপন জানান: শ্মশান ঘাট এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে বসে তারা তিন চারজন বসে গল্প করছিলেন। এসময় পেছন দিক থেকে মোটর সাইকেলযোগে দুর্বৃত্তরা এসে আওয়ামী লীগ অফিস লক্ষ্য করে বোমা ফাটিয়ে চলে যায়। এ সময় তিনি মারাত্মক আহত হন। পরে তাকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম জানান: শ্যামনগর শ্মশান ঘাট এলাকায় আওয়ামী লীগের নির্বাচনী অফিসে দুর্বৃত্তরা বোমা নয়, ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এসময় এক আওয়ামী লীগ কর্মী আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অপরাধীদের ধরতে কাজ করছে পুলিশ।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily