অনলাইনঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধদের চিকিৎসার খোঁজ-খবর নিতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে যান।

শুক্রবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় তিনি হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে গিয়ে রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেন এবং চিকিৎসকদের কাছে রোগীদের অবস্থা জানতে চান।

এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে ফখরুল বলেন, চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬৭ জন নিহত হয়েছেন। প্রায় ৫০ এর বেশি মানুষ দগ্ধ হয়েছেন। সরকারের পক্ষ থেকে যে ধরনের ব্যবস্থা নেওয়া যায়, তা নেওয়া হয়নি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, পুরান ঢাকার সব কেমিক্যাল কারখানা সরিয়ে ফেলা হবে। কিন্তু সেই ব্যবস্থা নেয়নি সরকার।

তিনি আরও বলেন, সরকারের মন্ত্রীরা অনেক বড় বড় কথা বলছেন কিন্তু যে কাজগুলো করা দরকার সেগুলো করছেন না। দায়িত্বহীনতা এত বেড়ে গেছে যে কোনও জবাবদিহিতা নেই। আমাদের দল অত্যন্ত প্রতিকূল অবস্থায় আছে। তারপরও আমরা আহত পরিবারের পাশে দাঁড়ানোর চেষ্টা করব।

এসময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা আইনজীবী মাহবুব উদ্দিন খোকন, ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily