মিলি সুলতানা, কুইন্স, নিউইয়র্ক থেকেঃ
ইউএস সার্জন জেরম অ্যাডামস সামনের দুই সপ্তাহকে “Saddest week’ and “9/11 moment” বলে উল্লেখ করেছেন। গা শিউরে উঠার মত উক্তি।

কি হবে আমেরিকাবাসীদের? সাড়ে তিনলাখের বেশি আক্রান্ত। মৃতের সংখ্যা ১১ হাজার ছাড়িয়ে গেছে। এরমধ্যে নিউইয়র্কেই ৫ হাজার।

গভর্নর কোমো নিউইয়র্কারদের ২৯ এপ্রিল পর্যন্ত ঘরে থাকতে নির্দেশ দিয়েছেন। রাস্তাঘাটে সোশাল ডিসট্যান্সিং মেনে না চললে ৫০০ থেকে ১০০০ ডলার জরিমানার ঘোষণা।

গতকাল সিটির সব হাসপাতালে নীল কমলা রঙের দুই লাখ প্লাস্টিক ব্যাগ পৌঁছে গেছে। এসব ব্যাগে মৃতদেহ মোড়ানো হয়। হার্টবিট বন্ধ হয়ে আসার উপক্রম। পার্কগুলোকে অস্থায়ী হাসপাতালে পরিণত করা হচ্ছে।

প্রেসিডেন্টের কাছ থেকে আশানুরূপ সহযোগিতা পাচ্ছেন না গভর্নররা। যা কিছু করার সব স্টেইটের গভর্নররা একজোট হয়েই করার সিদ্ধান্ত নিয়েছেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily