বিনোদনঃ
প্রথমবারের মতো সিনেমায় জুটি হয়েছেন অপূর্ব ও নুসরাত ফারিয়া। আগামী ১ এপ্রিল মুক্তি পাবে এই জুটির অভিনীত ওয়েব ফিল্ম ‘যদি কিন্তু তবুও’।

ওটিটি প্লাটফর্ম জি ফাইভে দেখা যাবে সিনেমাটি। শিহাব শাহীন পরিচালিত এই সিনেমার ট্রেলার প্রকাশ পেয়েছে গতকাল বুধবার।

এক মিনিট সাত সেকেন্ডের ট্রেলারে আভাস পাওয়া গেল, দর্শক এই ছবিতে পাবেন কমেডি, রোমান্স ও পারিবারিক আমেজের গল্প। বিয়ের আগে দ্বিধা দ্বন্দ্ব, প্রেম-ভালোবাসা ও সম্পর্কের টানাপড়েনের সংক্ষিপ্ত আভাস।

‘যদি কিন্তু তবুও’ সিনেমার ঘোষণা আসে গত বছরের প্রথম দিকে। গত বছরের মার্চ থেকে শুটিং শুরু হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের কারণে কয়েক দফায় সেটি পিছিয়ে যায়।

শিহাব শাহীন বলেন, ‘সিনেমাটি রোমান্টিক ও কমেডি ঘরানার। বিয়ের আগের দিন বর-কনে যখন সিদ্ধান্তহীনতায় ভোগেন তখন কী হতে পারে তারই মজার মজার অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে এখানে।’

অপূর্ব ও নুসরাত ফারিয়া ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, ইমতু রাতিশ, নাজিবা বাশার প্রমুখ।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily