প্রশাসনঃ

সেই নারী এসিল্যান্ড সাইয়েমা হাসানকে ফেসবুকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যাংক কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। একটি বেসরকারি ব্যাংকের ওই কর্মকর্তাকে যাত্রাবাড়ি থেকে গ্রেফতারের পরই রবিবার যশোরের মনিরামপুরে পাঠানো হয়েছে।

এর আগে সকালে জাফর আহমেদ নামে ওই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মনিরামপুর থানায় ডিজিটাল সিকিউরিট এ্যাক্টে মামলা করেন এসিল্যান্ড সাইয়েমা। ওই মামলায় জাফরকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।

করোনা সংক্রমণ প্রতিরোধে অভিযান চালাতে গিয়ে তিন বয়ঃজেষ্ঠকে কান ধরে দাঁড় করিয়ে রাখার ঘটনায় ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে। তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা থেমে নেই, হচ্ছে নানান ট্রল। অনেকেই তার কঠোর শাস্তির দাবি জানিয়ে ফেসবুকে স্টাটার্সও দিচ্ছেন।

এর মধ্যে ওই নারী কর্মকর্তাকে ধর্ষণের হুমকি দিয়ে আলোচনা করেছেন ডাচবাংলা ব্যাংকের রিজিওনাল ম্যানেজার জাফর আহমেদ।

ফেসবুকে তিনি লিখেছেন, ‘তাকে (এসিল্যান্ড) কোয়ারান্টাইনে রেখে ধর্ষণ করে মেরে ফেলা উচিত।’

পুলিশের বরাতে জানা গেছে, অভিযুক্ত জাফর আহমেদকে যাত্রাবাড়ী এলাকা থেকে রবিবার দুপুরের দিকে গ্রেফতার করে তাকে যশোরে পাঠিয়ে দেওয়া হয়েছে। যশোর আদালতে তাকে উপস্থাপন করা হবে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily