আলোকচিত্রী শহিদুলের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি

অনলাইন ডেস্কঃ

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আলোকচিত্রী ড. শহিদুল আলমকে চিকিৎসা দিতে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি সোমবার পর্যন্ত মুলতবি করেছেন আপিল বিভাগ।

আজ বৃহস্পতিবার প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এ সময় আদালত বলেন, আপনারা অপেক্ষা করেন। আগামী সোমবার এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হবে। এদিকে আজ হাইকোর্ট বিভাগে শহিদুল আলমের স্বাস্থ্য পরীক্ষার বিষয়ে প্রতিবেদন দাখিল করা হয়েছে। আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

শহিদুলের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। শহিদুলের পক্ষে ব্যারিস্টার সারা হোসেন আদালতকে বলেন, শহিদুল আলমের স্বাস্থ্যের বিষয়ে হাইকোর্টে প্রতিবেদন এসেছে।

উল্লেখ্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের মামলায় শহিদুল আলম বর্তমানে রিমান্ডে রয়েছে।

-আরবি

FacebookTwitter