অনলােইন ডেস্কঃ

রিমান্ড শেষে আদালত আলোকচিত্রী ড. শহিদুল আলমকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন।

আজ রোববার মামলার তদন্তকারী কর্মকর্তা সাত দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন ।

অপরদিকে আসামি পক্ষ হতে কোনো জামিনের আবেদন না থাকায় শুনানি শেষে ঢাকা মহানগরের হাকিম ফাহদ বিন আমিন চৌধুরী, আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

আদালত সূত্র জানায়, চলতি মাসের ৫ই আগস্ট রাতে ধানমন্ডির বাসা থেকে ডিবি পরিচয়ে একদল লোক শহিদুলকে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন তার স্ত্রী রেহনুমা আহমেদ। পরবর্তীতে তাকে রমনা থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পুলিশ।

চলতি মাসের ৬ই আগস্ট শহিদুল আলমকে আদালতে হাজির করে রিমান্ডের আবেদন করা হলে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

মামলার অভিযোগে বলা হয়, দৃক গ্যালারির প্রতিষ্ঠাতা ড. শহিদুল আলম নিরাপদ সড়কের দাবিতে চলমান ছাত্র বিক্ষোভ নিয়ে সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন। যেখানে মিথ্যা তথ্য দিয়ে রাষ্ট্রের ভাবমূর্তি ক্ষুণè করা হয়েছে। ড. শহিদুল আলমের বিরুদ্ধে দায়ের করা এ মামলাটি তদন্ত করছেন ডিবি পুলিশের পরিদর্শক (ওসি) আরমান আলী।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily