অনলাইনঃ

আওয়ামী লীগের সাবেক অর্থমন্ত্রী ও আওয়ামী লীগের প্রয়াত বর্ষীয়ান নেতা শাহ এ এম এস কিবরিয়ার ছেলে অর্থনীতিবিদ রেজা কিবরিয়া জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থী হতে চান।

রেজা কিবরিয়া হবিগঞ্জ-১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে প্রার্থী হতে গণফোরামে যোগ দিয়েছেন। শাহ এ এম এস কিবরিয়া ২০০১ সালে হবিগঞ্জ-৩ (হবিগঞ্জসদর-লাখাই) আসনের সাংসদ ছিলেন।

আওয়ামী লীগ ছেড়ে তিনি ঐক্যফ্রন্টের প্রার্থী কেন হলেন ? রেজা কিবরিয়া বলেন, আওয়ামী লীগ বিগত ১০ বছর ধরে যে ভাবে দেশ পরিচালনা করছে তাঁর সঙ্গে তিনি এক মত নন। তাঁর আদর্শের সঙ্গে মিল নেই।

মি. রেজা বলেন, আমার বাবা শাহ এ এম এস কিবরিয়া ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা যে আদর্শ লালন করতেন, আওয়ামী লীগ এখন সেই জায়গায় নেই।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily