‘আমের রোগবালাই ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ সমাপ্ত

‘আমের রোগবালাই ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ সমাপ্ত
‘আমের রোগবালাই ব্যবস্থাপনা’ শীর্ষক প্রশিক্ষণ সমাপ্ত

কৃষি সংবাদঃ
রাজধানীর খামারবাড়ির আ. কা. মু গিয়াস উদ্দিন মিলকী অডিটোরিয়ামের কনফারেন্স রুমে ‘আমের রোগবালাই ব্যবস্থাপনা’ শীর্ষক কর্মকর্তা প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘রফতানিযোগ্য আম উৎপাদন প্রকল্প’ রবিবার (২৩ অক্টোবর) দুইদিনব্যাপী এ প্রশিক্ষণের আয়োজন করে।

এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন কৃষি সচিব মো. সায়েদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম, বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের পরিচালক ড. মেহেদী মাসুদ, সরেজমিন উইংয়ের পরিচালক হাবিবুর রহমান চৌধুরী, কৃষি তথ্য সার্ভিসের পরিচালক (ভারপ্রাপ্ত) কে জে এম আবদুল আউয়াল।প্রশিক্ষণের শুরুতে প্রকল্প পরিচালক মোহাম্মদ আরিফুর রহমান প্রকল্পের পরিচিতি তুলে ধরেন।

কর্মকর্তাদের রফতানিযোগ্য আমের পরিচিতি, উৎপাদন কৌশল, আমের রোগ, ক্ষতিকর পোকার আক্রমন ও সঠিক ব্যবস্থাপনা, কোয়ারেন্টাইন সম্পর্কিত আইন ও বিধি প্রতিপালন, প্রকল্প ব্যবস্থাপনা ও প্রকল্প কার্যক্রম বাস্তবায়নে চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পর্কে বিশেষজ্ঞ প্রশিক্ষক প্রশিক্ষণ প্রদান করবেন।

প্রশিক্ষণে জেলা ও উপজেলা পর্যায়ের ৬০ জন কর্মকর্তা অংশগ্রহণ করেন।

-শিশির

FacebookTwitter