মিলি সুলতানা, কুইন্স, নিউইয়র্ক থেকেঃ

কোভিড – ১৯ ভাইরাসের কারণে গ্রোসারি সুপারমার্কেট ব্যবসায়ীরা খাদ্যদ্রব্য ও নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ডাবল করে দিয়েছেন।

জামাইকা হিল সাইডের কাওরান বাজার প্রিমিয়াম সুপার মার্কেট মান্নান সুপার মার্কেট নির্দয়ের মত মানুষের পকেট সর্বশান্ত করে ছাড়ছে।

বেলরোজের ইন্ডিয়ান গ্রোসারি আপনা বাজার, প্যাটেল ব্রাদার্সেরও একই পলিসি। দুই ডলারের জিনিস চার ডলারে বিক্রি করছে। জ্যাকসন হাইটসেও আছে উপরোক্ত গ্রোসারির ব্রাঞ্চ। এবং সেখানেও এরা দ্বিগুণ মুনাফা লুটছে।

খবর পেলাম পাবলিকের পকেট লুট করার কারণে নিউইয়র্ক সিটির ফুড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট জ্যাকসন হাইটস ও কুইন্সের ভারতীয় মালিকানাধীন প্যাটেল ব্রাদার্সকে দুই লাখ পঞ্চাশ হাজার ডলার জরিমানা করেছে। শুধু জরিমানাই নয়, প্যাটেল ব্রাদার্সের অন্যান্য সব ব্রাঞ্চ সিলগালা করে দিয়েছে।

একই শাস্তি বাংলাদেশি মালিকানাধীন প্রিমিয়াম সুপার মার্কেট, কাওরান বাজার, মান্নান গ্রোসারিও ডিজার্ভ করে।

এরা করোনা পরিস্থিতি কাজে লাগিয়ে কোমরে গামছা বেঁধে দেদারসে ব্যবসা করে যাচ্ছে। ফুড এনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের প্রশংসা করি যুগান্তকারী পদক্ষেপ নেয়ার জন্য।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily