স্পোর্টসঃ

সাকিব আল হাসান ইস্যুতে উত্তাল পুরোদেশ। সাকিবের নিষেধাজ্ঞা কেউ যেন মন থেকে মেনে নিতেই পারছে না। বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনকে অনেকে এর জন্য দায়ী বলে মনে করছেন।

সাকিব ইস্যুতে নাজমুল হাসান পাপনকে এবার রীতিমতো ধুয়ে দিলেন বিসিবির সাবেক সভাপতি সাবের হোসেন চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে অনেকগুলো টুইট করে তিনি পাপনের দিকে আঙ্গুল তুলেন।

ক্রিকেটারদের আন্দোলনের পর ২২ অক্টোবর সংবাদ সম্মেলনে ‘ম্যাচ ফিক্সিং এর খবর আসছে’ বলে যে উক্তি করেন পাপন সেই ভিডিও শেয়ার করে সাবের হোসেন চৌধুরী ‘মিথ্যাবাদী’ বলে আখ্যা দিয়েছেন পাপনকে।

অনেকগুলো টুইট করেছেন সাবের হোসেন চৌধুরী। একটি টুইটে ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘আমার মনে হয় বিসিবি সব জানতো এবং পাপন সাহেব যে বলেছেন, তার কোন ধারনাই ছিলো না, কথাটা সত্যি নয়। দুঃখ লাগলেও একটা কথা বলতেই হচ্ছে, ২২ অক্টোবরের যে ভিডিও ক্লিপটা তা দেখে মনে হচ্ছে পাপন সাহেব আইসিসির ঘোষণার জন্য অধৈর্য হয়ে অপেক্ষা করছিলেন।’

সাকিবের পাশে দাঁড়াবে বিসিবি, এমন আশ্বাসকেও বিশ্বাস করার মতো নয় বলে মনে করেন সাবের হোসেন চৌধুরী।

অন্য একটি টুইটে তিনি লিখেছেন, কেউ যখন অপরাধ করে, সুবিচার প্রাপ্য। বিসিবি কমপক্ষে সাকিবের নিষেধাজ্ঞার মেয়াদ কমানোর চেষ্টা করতে পারতো। দুঃখ লাগছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই জায়গায় সাকিবের পাশে দাঁড়ায়নি। এখন মায়াকান্না দেখাচ্ছে।

আরেক টুইটে তিনি লিখেছেন, ‘ভন্ডামি, সর্বোৎকৃষ্ট/নিকৃষ্টের দৈত চরিত্র। বিসিবি আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানিয়েছে। ক্রিকেট দুর্নীতির বিরুদ্ধে সমান আবেগই দেখিয়েছে। কিন্তু সংস্থাগত ম্যাচফিক্সিং দুর্নীতির মূলোৎপাটন না করে, ঘরোয়া ক্রিকেটে সেটাকে আরও উৎসাহিত করছে বিসিবি লজ্জাজনক।’

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily