জাতীয়ঃ
বাংলাদেশ উন্নয়নশীল দেশ হয়েছে। বিশ্বনেতারা দেশের সুবর্ণ জয়ন্তীতে শুভেচ্ছা দিয়েছেন। এটা আমাদের কাছে সম্মানের।

তবে আমাদের এখানেই থামলে হবে না, পাড়ি দিতে হবে বহু দূর।

রবিবার (২৮ মার্চ) আওয়ামী লীগের স্বাধীনতা দিবসের আলোচনা সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন দলে সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি।

এসময় শেখ হাসিনা বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে পাঁচ দেশের প্রধান এসেছেন এবং বিশ্বের বিভিন্ন দেশ ও প্রতিষ্ঠান থেকে শুভেচ্ছা পেয়েছি। জাতি হিসেবে এটা আমাদের কাছে সম্মানের।

তিনি আরও বলেন, সময়ের অভাবে সবার শুভেচ্ছা বার্তা শুনাতে পারিনি। সবগুলো সংরক্ষণ করা হয়েছে। এগুলো তৃণমূল পর্যায়ে প্রচার করতে হবে।

প্রধানমন্ত্রী জানান, আমরা উন্নত-সমৃদ্ধ সোনার বাংলা গড়ে তুলতে চাই। জাতির পিতার স্বপ্ন এটাই ছিল। তারজন্য আরও বেশি বৃক্ষরোপন করতে হবে। একটি জায়গাও অনাবাদি রাখা যাবে না। খাদ্য উৎপাদন করে নিজেদের প্রস্তুতি রাখতে হবে। করোনা পরিস্থিতি কোন দিকে যায় বলা যায় না। খাদ্য যাতে সংকট দেখা না দেয় তা নিশ্চিত করতে হবে।

অনুষ্ঠানে করোনার পরিস্থিতি তুলে ধরে শেখ হাসিনা বলেন, ভ্যাকসিন কার্যক্রম চালু থাকবে। তবে সবাইকে সচেতন থাকতে হবে। সবাইকে মাস্ক পরতে হবে ও স্বাস্থবিধি মানতে হবে।

আরও পড়ুন:

এসময় আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনগুলো গত বছরের মতোই মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, সরকারের পক্ষ থেকে আমরা যা করার করবো, সাথে দল হিসেবে আওয়ামী লীগকেও পাশে থাকতে হবে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily