আন্তজাতিকঃ
আফগানিস্তানে তালেবানের সশস্ত্র অস্ত্রের মুখে প্রেসিডেন্ট আশরাফ গণি দেশত্যাগ করায় সংবিধান অনুযায়ী প্রথম ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন।
সেই নিয়মে সাবেক আফগান ভাইস প্রেসিডেন্ট আমরুল্লাহ সালেহ নিজেকে আফগানিস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছেন।
মঙ্গলবার (১৭ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক টুইট বার্তায় নিজেকে আফগানিস্তানের অন্তর্বর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেন।
টুইট বার্তায় আমরুল্লাহ সালেহ লেখেন, আফগানিস্তানে সংবিধান অনুযায়ী প্রেসিডেন্টের অনুপস্থিতি, পালিয়ে যাওয়া, পদত্যাগ করা কিংবা নিহত হলে প্রথম ভাইস প্রেসিডেন্ট অন্তর্বর্তী প্রেসিডেন্ট হবেন। বর্তমানে আমি দেশে আছি আর আমিই বৈধ অন্তর্বর্তী প্রেসিডেন্ট। এজন্য সমর্থন এবং সহায়তা চেয়ে সকল নেতার কাছে পৌঁছানোর চেষ্টা করছি।
এর আগে তালেবান আফগানিস্তানের রাজধানী কাবুল ঘেরাও করায় প্রেসিডেন্ট আশরাফ গণি দেশত্যাগ করেন। দেশত্যাগ করে ফেসবুক প্রেসিডেন্ট আশরাফ গণি লেখেন, রক্তপাত এড়াতে দেশত্যাগ করেন তিনি।
-ডিকে