বিনোদনঃ
শাকিব খানের সঙ্গে কলকাতার প্রযোজনা সংস্থা শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (এসভিএফ)-এর ‘নাকাব’ ছবিতে প্রথমবার অভিনয় করে প্রশংসাত হয়েছিলেন নুসরাত জাহান।

নতুন খবর হলো, আবারও শাকিব খানের নায়িকা হচ্ছেন নুসরাত।

এ প্রসঙ্গে চিত্রনায়ক শাকিব খান কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তিনি জানান, নুসরাত জাহানের সঙ্গে কাজের কথাবার্তা মোটামুটি পাকা হয়েছে। তবে এখনও লিখিতভাবে চুক্তি হয়নি। শিগগিরই এই প্রক্রিয়া সম্পন্ন হবে।

শাকিব খানও বিষয়টি নিশ্চিত করেছেন তার নতুন এই ছবির পরিচালক থাকছেন জাকির হোসেন রাজু। ইতোমধ্যেই দুটি গানের রেকর্ডিং হচ্ছে।

‘নাকাব’ ছবির মাধ্যমে নুসরাতের সঙ্গে কলকাতার লোকাল প্রডাকশনে কাজ করলেও এবার পুরোপুরি বাংলাদেশের একক প্রযোজিত ছবিতে কাজ করবেন শাকিব খান।

জনপ্রিয় এই চিত্রনায়ক জানিয়েছেন, ৩০ জুন থেকে ৩০ জুলাই পর্যন্ত প্রাথমিকভাবে শুটিংয়ের শিডিউল নির্ধারণ করা হয়েছে।

এর আগে জাকির হোসেন রাজুর নির্মাণের ‘আমার প্রাণের প্রিয়া’, ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ ছবিগুলোতে অভিনয় করেছিলেন শাকিব খান। পেয়েছিলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ নায়কের স্বীকৃতি। এমনকি ২০১০ সালে জাকির হোসেন রাজু ও শাকিব খানের ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’ সাতটি ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিল।

-ডিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily