বিনোদনঃ
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা সওদাগর ও জায়েদ খান আবারো সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (২৫শে অক্টোবর) দিনভর নির্বাচনের পর দিবাগত রাত সোয়া ১টার দিকে চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক(২০১৯-২১) নির্বাচনের ফল প্রকাশ হয়।

নির্বাচনে প্রাপ্ত ভোটে স্বতন্ত্র প্রার্থী মৌসুমীকে পরাজিত করে পুনরায় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন মিশা সওদাগর এবং ইলিয়াস কোবরাকে পরাজিত করে সাধারণ সম্পাদক হয়েছেন জায়েদ খান।

মিশা ও জায়েদ যথাক্রমে ভোট পেয়েছেন ২২৭ ও ২৮৪টি। মৌসুমী পেয়েছেন ১২৫টি ভোট। আর ইলিয়াস কোবরা পেয়েছেন ৬৮টি।

অনেক প্রতীক্ষার পর সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নির্বাচনের ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ইলিয়াস কাঞ্চন। এবার ২১টি পদের বিপরীতে ২৭ জন প্রতিদ্বন্ধিতা করেছেন। মোট ভোটার ৪৪৯ জন।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily