অনলাইন ডেস্কঃ
বিদ্যৎ কেন্দ্র চালাতে জালানী হিসেবে কয়লাই প্রধান। সেই কয়লার মজুদ শেষ হওয়ায় ফের বন্ধ হলো দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন।
মঙ্গলবার দুপুর সোয়া ৪টার দিকে চালুর মাত্র ৯ দিনের মাথায় ইউনিটটি বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। এই ইউনিটটিতে ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হতো।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ব্যবস্থাপক (সংরক্ষণ) মাহবুবুর রহমান জানান, কয়লা খনি থেকে যে পরিমাণ কয়লা পাওয়া গিয়েছিল তার মজুদ শেষ হয়ে যাওয়ায় চালু হওয়া ইউনিটটি পুনরায় বন্ধ করে দেয়া হয়েছে। কয়লার প্রাপ্তি সাপেক্ষে আবারও কেন্দ্রের উৎপাদন শুরু করা হবে বলে জানান তিনি।
উল্লেখ্য, টানা ২৯ দিন বন্ধ থাকার পর গত ২০ আগস্ট দুপুরে চালু করা হয়েছিল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন একটি ইউনিটের উৎপাদন। ঈদে অসহনীয় এই দুর্ভোগ থেকে কিছুটা রেহাই দিতে এবং বিদ্যুতের ঘাটতি মোকাবেলায় তাপবিদ্যুৎ কেন্দ্র চালু রাখার সিদ্ধান্ত নেয় বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
-আরবি