আন্তর্জাতিকঃ
আফগানিস্তানের কাবুল বিশ্ববিদ্যালয়ে বইমেলা চলাকালে বন্দুকধারীদের গুলিতে শিক্ষার্থীসহ অন্তত ১৯ জন নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন আরো ২২ জন। ২ নভেম্বর, সোমবার বিকেলে এই হামলা চালায় বন্দুকধারীরা। খবর পাওয়ার পর পুরো বিশ্ববিদ্যালয় এলাকা ঘিরে রেখেছে দেশটির নিরাপত্তা বাহিনী।

আফগান ও ইরানের লেখকদের বই নিয়ে বিশ্ববিদ্যালয় চত্বরে এই মেলার আয়োজন করা হয়েছিল। এমন খবর প্রকাশ করেছে নিউইয়র্ক টাইমস।

ওই প্রতিবেদনে বলা হয়, এই বইমেলায় অনেক অতিথি উপস্থিত হয়েছিলেন। এদিকে ইরানের সংবাদ সংস্থা আইএসএনএ জানায়, ইরানের প্রায় ৪০ জন প্রকাশক ওই বইমেলায় যোগ দেন। মেলায় হঠাৎ করেই গোলাগুলির শব্দ শোনা যায়।

বিভিন্ন সংবাদমাধ্যম সূত্র জানায়, তিনজন বন্দুকধারী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন।

আফগানিস্তানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সূত্র জানায়, এ ঘটনায় হতাহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বেশ কয়েকজন শিক্ষার্থীও রয়েছেন। হামলার পরপরই ক্যাম্পাস ঘিরে ফেলে নিরাপত্তা বাহিনী। তারা শিক্ষার্থী ও অন্যদের বাইরে বের করে আনে।

এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট আশরফ গনি। তিনি বলেন, সম্প্রতি হেলমন্দের তালেবান ঘাঁটিতে মার্কিন হামলায় বিপর্যস্ত হওয়ার পর প্রতিশোধ নিতে বিশ্ববিদ্যালয়ে হামলা চালিয়েছে বন্দুকধারীরা।

এদিকে বিবৃতি দিয়ে এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করে আফগান তালেবান।
-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily