আন্তর্জাতিকঃ
তীব্র আন্দোলন ও গণবিক্ষোভ মুখে আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বোওতেফ্লিকা পদত্যাগ করেছেন।
দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থাগুলো এমন খবর প্রচার করছে।
আগামী ২৮ এপ্রিল আব্দেল আজিজের চতুর্থ মেয়াদের দায়িত্ব শেষ হওয়ার কথা। তার আগেই প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়ালেন তিনি। শুধু তাই নয়, চরম বিরোধিতার মুখে পঞ্চম মেয়াদে ক্ষমতায় আসার পরিকল্পনাও ত্যাগ করেছেন প্রেসিডেন্ট।
বোওতেফ্লিকার পদত্যাগের ঘোষণার পর রাজধানী আলজিয়ার্সের রাস্তায় আনন্দ উল্লাস করে সাধারণ মানুষ।
৮২ বছর বয়সী আব্দেল আজিজ বোওতেফ্লিকা ২০ বছর ধরে ক্ষমতায় ছিলেন। জনগণের পাশাপাশি আলজেরিয়ার শক্তিশালী সেনাবাহিনীও ইতোমধ্যে ঘোষণা দিয়ে দিয়েছিল যে, বৃদ্ধ প্রেসিডেন্ট এখন নিজের দায়িত্ব পালনে অক্ষম।
৬ বছর আগে অসুস্থ প্রেসিডেন্ট বোওতেফ্লিকা বেশ বড় রকমের স্ট্রোক করেছিলেন। তারপর থেকে খুব কমই জনসমক্ষে এসেছেন তিনি।
-ডিকে