অনলাইন ডেস্কঃ
আন্তর্জাতিক মার্কেট গবেষণা প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট-এর গবেষণায় লোয়ার প্রিমিয়াম সেগমেন্টে শীর্ষে এসেছে অপো।
এই বিস্ময়কর ফলাফল প্রমাণ করে যে, বাজারে ব্যাপক প্রতিযোগিতার মধ্যেও অপো নিজেকে শ্রেষ্ঠ হিসেবে প্রমাণ করেছে।
এছাড়াও, ৯৫% এরও বেশি ফ্ল্যাগশিপ ডিভাইস চীনে বিক্রি হয়।
এটা পরিস্কার যে, বিশ্বব্যাপি অপো এর ক্রমবর্ধমান শেয়ার এবং তরুণদের জন্য আরও উদ্ভাবনী স্মার্টফোনের চাহিদা বৃদ্ধির যথেষ্ট সুযোগ রয়েছে।
কাউন্টারপয়েন্ট-এর প্রতিবেদনে বলা হয়েছে যে, হাই-এন্ড শিপমেন্টে চমৎকার পারফরমেন্সসহ ২০১৮ সালে দ্বিতীয় কোয়ার্টারে বিশ্বব্যাপি হাই-এন্ড স্মার্টফোন বাজার বেড়েছে ৭%।
অপো-এর সামগ্রিক প্রিমিয়াম স্মার্টফোন মার্কেট ২৪%, ৪০০-৬০০ ডলার মূল্যের সেগমেন্টে ২২% মার্কেট শেয়ার নিয়ে অপো-এর অবস্থান প্রথম এবং তারপর রয়েছে অ্যাপল, স্যামসাং, হুয়াওয়ে, শাওমি এবং অন্যান্যাগুলো।
-এসএম