আন্ডারওয়ার্ল্ডের দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

আন্ডারওয়ার্ল্ডের দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী করোনায় আক্রান্ত
আন্ডারওয়ার্ল্ডের দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী করোনায় আক্রান্ত

অনলাইন ডেস্ক:

১৯৯৩ সালে মুম্বাই বিস্ফোরণের মূল অভিযুক্ত দাউদ ইব্রাহিম ও তার স্ত্রী মেহেজাবিন করোনা আক্রান্ত হয়েছেন। দুজনকেই করাচির একটি সামরিক হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে।

এ ছাড়া দাউদের রক্ষী ও অন্যকর্মীদের কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে বলে খবরে বলা হয়েছে। যদিও এর সত্যতা এখনও যাচাই করা সম্ভব হয়নি।

মুম্বাইয়ের ডাংরিতে জন্মগ্রহণ করা দাউদ ইব্রাহিম কাসকর করাচির বাসিন্দা দীর্ঘদিন ধরেই। যদিও পাকিস্তান তা অস্বীকার করে। দাউদ ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় রয়েছে। কেননা ১৯৯৩-এর মুম্বাই বিস্ফোরণে তাদের প্রধান অভিযুক্ত হিসেবে ধরা হয়।

২০০৩ সালে ভারত ও আমেরিকা দাউদকে গ্লোবাল টেররিস্ট হিসেবে ঘোষণা করে। আমেরিকার এফবিআইও দাউদকে বিশ্বের দশ মোস্ট ওয়ান্টেড তালিকায় রেখেছে।

-এফকে

FacebookTwitter