‘আনসার ক্যু’র চেষ্টা করলে ভয়াবহ পরিনতির হুঁশিয়ারি

‘আনসার ক্যু’র চেষ্টা করলে ভয়াবহ পরিনতির হুঁশিয়ারি

অনলাইনঃ
সচিবালয়ে আনসার সদস্যদের কর্মীদের অবরুদ্ধ করে রাখার ঘটনাকে ‘আনসার ক্যু’ হিসেবে আখ্যায়িত করেছেন
অন্তর্বর্তীকালীন সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ।

তিনি বলেন, ভবিষ্যতে এ ধরনের যেকোনো অভ্যুত্থানের চেষ্টার জন্য তিনি ভয়াবহ পরিণতির হুঁশিয়ারি দিয়েছেন।

রোববার (২৫ আগস্ট) রাতে ফেসবুকে এক স্ট্যাটাসে তিনি বলেন, কোনো ষড়যন্ত্রই ছাত্র-জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করতে পারবে না।

জুডিশিয়াল ক্যু, পথভ্রষ্ট আনসার ক্যু’র উদাহরণের পরেও যদি সাবধান না হন, তবে তার জন্য ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে।

চাকরি জাতীয়করণের দাবিতে দুই দিন ধরে সচিবালয় অবরুদ্ধ করে রেখেছিলেন আন্দোলনরত আনসার সদস্যরা।

রোববার দুপুরে তারা সচিবালয়ের বিভিন্ন ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। বিকেলে আনসার সদস্যদের প্রতিনিধিরা উপদেষ্টা ও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। সেখানে তাদের দাবি-দাওয়া মেনে নেওয়ার ঘোষণা দেওয়া হলে আন্দোলন স্থগিতের ঘোষণা দেওয়া হয়।

কিন্তু কয়েক মিনিট পরেই তারা ফের আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে সচিবালয় অবরুদ্ধ করে রাখে।

অফিস ছুটি হয়ে যাওয়ার পরও সচিবালয়ের সবগুলো গেট আনসারদের বিক্ষোভের কারণে বন্ধ থাকায় সেখানকার কর্মকর্তা-কর্মচারীরা আটকা পড়েন।

রাত আটটার দিকে আনসার সদস্যরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম, সমন্বয়ক সারজিস আলম, হাসনাত আবদুল্লাহসহ অনেককে আটকে রেখেছেন-এমন খবর ছড়িয়ে পড়ে।

-আবি

Print Friendly, PDF & Email
FacebookTwitter