সারাদেশঃ আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচনে ৪৬ হাজার ৮৭০ ভোট পেয়ে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ইমরুল কায়েস ফারুক (মোটর সাইকেল) বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আওয়ামী লীগের (নৌকা) মোঃ রফিকুল আলম পেয়েছেন ৩৪ হাজার ১৮ ভোট।

রবিবার রাতে কন্ট্রোল রুমে এ ফলাফল ঘোষণা করেন আদিতমারী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আসাদুজ্জামান।

এদিকে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে ২৩ হাজার ৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন চিত্র রঞ্জন রায় (চশমা) ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী উপজেলা ছাত্রলীগের সম্পাদক মাঈদুল ইসলাম বাবু (উড়োজাহাজ) পেয়েছেন ১৫ হাজার ৩০৩ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২৪ হাজার ৯২৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জেসমিন আক্তার (সেলাই মেশিন) ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছামছুন নাহার মিলি (পদ্মফুল) পেয়েছেন ২৪ হাজার ৩০৮ ভোট।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily