আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি
আটোয়ারী থানা পুলিশের অভিযানে ৪১ হাজারের অধিক বিক্রয় নিষিদ্ধ গর্ভনিরোধক ট্যাবলেট সহ এক পেশাদার মাদক ব্যবসায়ী আটক।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই মোকাররম হোসেনের নেতৃত্বে আটোয়ারী থানা পুলিশ বুধবার গভীর রাতে উপজেলার মির্জাপুর গ্রামে এক অভিযান পরিচালনা করেন।

অভিযানে ওই গ্রামের আফাজ উদ্দীনের পুত্র পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে চিহ্নিত আলী হোসেন (৩০) কে আটক করে এবং তার বাড়ী তল্লাশী করে ৪১ হাজার ১শত ৬০পিস বিক্রয় নিষিদ্ধ গর্ভনিরোধক ‘সুখী’ নামক ট্যাবলেট উদ্ধার করে।

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আসামী আলী হোসেন বিক্রয় নিষিদ্ধ ট্যাবলেট গুলো গোপনে কমদামে সংশ্লিষ্ট দপ্তরের অসাধু কর্মচারীর নিকট হতে ক্রয় করে তা ইয়াবা ও হিরোইনের সাথে মিক্সড করে সেবনকারীদের নিকট বিক্রয় করে আসছিল।

আটোয়ারী থানার অফিসার ইনচার্জ একেএম মেহেদী হাসান ঘটনার সত্যতা শিকার করে বলেন, ধৃত আসামীর বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।

এছাড়াও তার বিরুদ্ধে পঞ্চগড় বিজ্ঞ আদালতে আরো ৬টি মাদকের মামলা বিচারাধীন রয়েছে।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily