মনোজ রায় হিরু, আটোয়ারী, পঞ্চগড় থেকেঃ
বৈশ্বিক মহামারি কোভিট-১৯ এর বিস্তার রোধে চলমান লকডাউন বাস্তবায়নে পুলিশ বিশেষ মহড়া দিয়েছে।
শনিবার (১০ জুলাই) সকালে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো: ইজার উদ্দীন ও ইনসপেক্টর তদন্ত মো: দুলাল উদ্দীনের নেতৃত্বে একটি বর্নাঢ্য গাড়ি শোভাযাত্রা বের করে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সাব ইনসপেক্টর দীপেন্দ্র নাথ সিংহের তদারকিতে করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় জনসাধারনকে সরকারি বিধি নিষেধ পালনে উৎসাহিত করতে শোভাযাত্রাটি আটোয়ারীর বেশ কিছু হাটবাজার ঘুরে থানায় এসে শেষ হয়।
উল্লেখ্য, করোনার দ্বিতীয় ঢেউ শুরুর পর উপজেলায় শুক্রবার পর্যন্ত মোট রোগী ৭০ জন। বর্তমানে ৩৭ জন চিকিৎসাধীন এবং মারা গেছেন ২ জন। ভারত সীমান্ত ঘেঁষা আটোয়ারী উপজেলায় জীবনের ঝুঁকি নিয়ে করোনার প্রাদুর্ভাব শুরু থেকে আটোয়ারী থানা পুলিশের অবদান স্মরনীয় হয়ে রয়েছে।
-টিবি