আটোয়ারী, পঞ্চগড় থেকেঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে মোবাইল ফোন ছিনতাইয়ের অভিযোগে ভ্রাম্যমান আদালতে দুই যুবককে জরিমানা করা হয়েছে।

যুবকদের একজন পঞ্চগড় সদরের শেখেরহাট(শিংনাথপাড়া) এলাকার জনৈক মৃত: মো: নুরল হকের পুত্র মো: মকছেদুল হক(২৪) এবং অপরজন শেখেরহাট(বামনপাড়া) এলাকার জনৈক মো: মকবুল হোসেনের পুত্র মো: মাহাবুল ইসলাম(২৫।

উল্লেখ্য, বৃহস্পতিবার সন্ধায় উপজেলার ধামোর মালগোবা এলাকার মৃত: সাহেব আলীর পুত্র মো: আরিফ হোসেন তার মোবাইল ফোনের টর্চ লাইট জালিয়ে বাই-সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন।

এসময় মোটর সাইকেলে চেপে পেছন দিক থেকে আসা ওই দুই যুবক আরিফের হাত থেকে মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে দ্রুত চম্পট দেয়।

অতপর আরিফের চিৎকারে ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং গাছবাড়ি এলাকার লোকজন তাদের আটক করে পুলিশের হাতে তুলে দেন।

পুলিশ ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামান কে বিষয়টি অবহিত করলে তিনি দ:বি: ১৮৬০ সালের ২৬৯ ধারায় প্রত্যেক যুবককে দুই হাজার টাকা করে জরিমানা করেন।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily