মনোজ রায় হিরু, আটোয়ারী প্রতিনিধিঃ
পঞ্চগড়ের আটোয়ারীতে মাসিক আইনশৃংখলা ও চোরাচালান কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৩ সেপ্টেম্বর) সকালে আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মো: সামসুজ্জামানের সভাপতিত্বে পরিষদের হলরুমে সভাটি অনুষ্ঠিত হয়।

উপজেলা আইনশৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মো: তৌহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরামর্শক মূলক বক্তব্য প্রদান করেন।

অন্যান্যের মধ্যে সভায় বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান মো: শাহাজাহান, আটোয়ারী থানার অফিসার্স ইনচার্জ মো: ইজার উদ্দীন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দ, গোয়ালদীঘি মাদ্রাসার সুপার সহ অন্যান্য সদস্যগণ।

সভায় সর্বসম্মতিক্রমে উল্লেখযোগ্য সিদ্ধান্তবলীর মধ্যে অন্যতম হলো এলাকার ফার্মেসী ব্যবসায়ীগণ ডাক্তারের ব্যবস্থাপত্র ছাড়া কোন ঔষধ বিক্রি করতে পারবেন না এবং উপজেলার প্রাণকেন্দ্র ফকিরগঞ্জ বাজারে বাস ও অটো প্রবেশ বন্ধ করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।

সেইসাথে চোরাচালান রোধে সীমান্ত এলাকায় বিজিবি’র সদস্যদের সতর্ক থাকতে অনুরোধ করা হয়।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily