আজ সন্ধ্যায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন

আজ সন্ধ্যায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন
আজ সন্ধ্যায় জাতীয় সংসদের বিশেষ অধিবেশন

অনলাইনঃ
মুজিববর্ষ উপলক্ষে একাদশ জাতীয় সংসদের দশম অধিবেশন বসতে যাচ্ছে। আজ ৮ নভেম্বর, রবিবার সন্ধ্যায় শুরু হবে বিশেষ এই অধিবেশন।

গত ২১ অক্টোবর এ অধিবেশন আহ্বান করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। গত মার্চে এই বিশেষ অধিবেশনটি হওয়ার কথা থাকলেও করোনাভাইরাসের বৈশ্বিক মহামারীর প্রেক্ষিতে তা স্থগিত করা হয়েছিল।

আজ ৬টায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভাষণের মধ্য দিয়ে শুরু হবে এই বিশেষ অধিবেশন। বঙ্গবন্ধুর বর্ণাঢ্য ও কর্মময় রাজনৈতিক জীবন নিয়ে রাষ্ট্রপতির স্মারক বক্তৃতার পর তা নিয়ে আলোচনার জন্য একটি সাধারণ প্রস্তাব আনা হবে বলে জানা গেছে।

ওই প্রস্তাবের ওপর সরকার ও বিরোধীদলীয় সংসদ সদস্যদের আলোচনা শেষে তা পাস হবে। করোনা পরিস্থিতির কারণে বিদেশি অতিথিরা না থাকলেও এই অধিবেশনকে স্মরণীয় করে রাখতে ইতোমধ্যে সকল ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।

এ উপলক্ষে জাতীয় সংসদ ভবনজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে। পুরো সংসদ ভবন এলাকা নতুন সাজে সজ্জিত করা হয়েছে। এছাড়াও সংসদ লেকে প্রায় ৩০ লাখ টাকা ব্যয়ে নির্মিত দুটি নান্দনিক নৌকা ভাসানো হয়েছে।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এ বিষয়ে বলেছেন, ‘করোনা পরিস্থিতি বিবেচনায় রেখে সতর্কতার সঙ্গে বিশেষ অধিবেশন বসবে।’

অধিবেশনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের ওপর স্মারক বক্তৃতা ও সাধারণ আলোচনা অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, এই অধিবেশন আগামী ১৯ নভেম্বর পর্যন্ত চলতে পারে। এর মধ্যে ৯ থেকে ১২ নভেম্বর পর্যন্ত চারদিন চলবে বিশেষ কার্যক্রম। পরবর্তী দিনগুলোতে সাধারণ কার্যক্রম চলবে।

এর আগে গত ১০ সেপ্টেম্বর শেষ হয়েছিল একাদশ জাতীয় সংসদের নবম অধিবেশন শেষ হয়। করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে নির্ধারিত সংসদ সদস্যদের নিয়ে ওই অধিবেশন অনুষ্ঠিত হয়।

-কেএম

FacebookTwitter