করোনা সংবাদঃ
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আজ ২০ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন ১ হাজার ৮৭৩ জন।
এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৩২ হাজার ৭৮ জন। আজ সুস্থ হয়েছেন ৩৯৩ জন। সর্বমোট সুস্থ হয়েছেন ৬৪৮৬ জন।
২৩ মে, শনিবার দুপুর আড়াইটার দিকে করোনা পরিস্থিতি নিয়ে অনলাইনে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১০ হাজার ৮৩৪টি। এর মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৮৭৩ জন।
উল্লেখ্য, গত ২৮ এপ্রিল ৫৪৯ জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়। এরপর ২৯ এপ্রিল ৬৪১ জন, ৩০ এপ্রিল ৫৬৪ জন, ১ মে ৫৭১ জন, ২ মে ৫৫২ জন, ৩ মে ৬৬৫ জন, ৪ মে ৬৮৮ জন, ৫ মে ৭৮৬ জন, ৬ মে ৭৯০ জন, ৭ মে ৭০৬ জন, ৮ মে ৭০৯ জন, ৯ মে ৬৩৬ জন, ১০ মে ৮৮৭ জন, শরীরে ধরা পড়ে কোভিড-১৯ নামের ভাইরাসটি।
১১ মে প্রথমবারের মতো দেশে একদিনে সহস্রাধিক করোনারোগী শনাক্ত হয়। সেদিন ১ হাজার ৩৪ জনের শরীরে ভাইরাসটি ধরা পড়ে। এরপর ১২ মে ৯৬৯ জন, ১৩ মে ১ হাজার ১৬২ জন, ১৪ মে ১ হাজার ৪১ জন, ১৫ মে ১ হাজা ২০২ জন ও ১৬ মে ৯৩০ জন, ১৭ মে ১ হাজার ২৭৪ জন, ১৮ মে ১ হাজার ৬০২ জন, ১৯ মে ১ হাজার ২৫১ জন, ২০ মে ১ হাজার ৬১৭ জন, ২১ মে ১ হাজার ৭৭২ জন, ২২ মে ১ হাজার ৬৯৪ জন করোনা রোগী শনাক্ত হয়।
এদিকে ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণহানির সংখ্যা ২৩ মে, শনিবার পর্যন্ত বেড়ে দাঁড়িয়েছে ৩ লাখ ৪০ হাজার ২৩০ জনে।
-কেএম