শিক্ষাঃ

আজ ২০২০-২১ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির ক্লাস অনলাইনে শুরু হচ্ছে। কলেজগুলোকে অনলাইনে ক্লাস শুরুর প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছিল শিক্ষা বোর্ড থেকে। সব কলেজে চিঠি পাঠিয়ে এ বিষয়ে জানানো হয়।

রোববার (৪ অক্টোবর) সকাল ১০টায় ঢাকা কলেজে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এই শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করবেন।

অনলানে ক্লাস নেওয়ার জন্য রাজধানীর কিছু কলেজের সক্ষমতা থাকলেও নেই বেশির ভাগ কলেজের। একই পরিস্থিতি সারাদেশেই। শিক্ষা বোর্ডগুলো নির্দেশনা দিলেও গ্রাম ও মফস্বলের কলেজগুলোতে তেমন কোনো প্রস্তুতি নেই বলেই বোর্ড সূত্রে জানা গেছে। সেক্ষেত্রে এসব কলেজের পক্ষ থেকে স্বশরীরে ক্লাস নেওয়ার আবেদনও বোর্ডে জমা পড়েছে।

প্রসঙ্গত, বুধবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে রোববার থেকে একাদশ শ্রেণির অনলাইন ক্লাস শুরুর নির্দেশনা দেওয়া হয়।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, করোনা পরিস্থিতির কারণে অনলাইনেই এই ক্লাস চলবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার পর স্বাভাবিক শ্রেণিকক্ষে পাঠদান কার্যক্রম শুরু হবে।

এদিকে, মহামারি করোনার কারণে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামী ৩১ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

-বি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily