আজ গণমাধ্যমে আসছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

আজ গণমাধ্যমে আসছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী
আজ গণমাধ্যমে আসছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী

অনলাইনঃ
করোনামুক্ত হওয়ার পর আজ বৃহস্পতিবার প্রথমবারের মতো গণমাধ্যমের সামনে আসছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী।

করোনা ভাইরাসের সংক্রমণ থেকে মুক্ত হওয়ায় চিকিত্সক-নার্স ও গণমাধ্যমসহ দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানাবেন তিনি। নিজের সুস্থ হয়ে ওঠার গল্প শোনাবেন, কথা বলবেন চিকিৎসার ব্যয় নিয়েও।

জাতীয় ঐক্যফ্রন্টের দপ্তর প্রধান জাহাঙ্গীর আলম মিন্টু গণমাধ্যমকে জানান, এ উপলক্ষ্যে আজ রাজধানীর ধানমন্ডিতে গণস্বাস্থ্য নগর হাসপাতালের গেরিলা কমান্ডার মেজর এ টি এম হায়দার বীরউত্তম মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

সভায় হাসপাতালের কেবিনে বসেই জাফরুল্লাহ চৌধুরীর লেখা ‘করোনা বনাম বিশ্ব পুঁজিবাদ:২০২০-২১ বাংলাদেশ বাজেট’ প্রবন্ধের ওপরও আলোচনা হবে। সভাটি সঞ্চালনা করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক অধ্যাপক আসিফ নজরুল।

আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক আনু মুহাম্মদ ও বেলার নির্বাহী প্রধান রিজওয়ানা হাসান প্রমুখ।

-কেএম

FacebookTwitter