আজ খালেদা জিয়ার চিকিৎসার রিটের আদেশ

অনলাইন ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি  গতকাল শেষ হয়েছে।

বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি রাজিক আল জলিলের হাইকোর্ট বেঞ্চে এ শুনানি হয়।

আজ বৃহস্পতিবার এ বিষয়ে আদেশ দেবেন বলে গতকাল শুনানি নিয়ে সংশ্লিষ্ট আইনজীবীদের জানান আদালত।

রিটের পক্ষে শুনানি করেন খালেদা জিয়ার আইনজীবী এজে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে মঙ্গলবার এ সংক্রান্তে শুনানি শুরু হয়। 

গত ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার রায়ে খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেন সংশ্লিষ্ট বিচারিক আদালত।

রায়ের পর থেকে খালেদা জিয়াকে রাখা হয়েছে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে।

FacebookTwitter