প্রতিনিধি, আগৈলঝাড়া, বরিশালঃ
বরিশালের আগৈলঝাড়ায় আমন চাষীদের মাঝে সরকারী কৃষি প্রণোদনার বীজ ও সার বিনামুল্যে বিতরণ কর্মসূচী উদ্বোধন করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসের উদ্যোগে গতকাল বুধবার দুপুরে উপজেলার ৫টি ইউনিয়নের ৩শ’ আমন চাষীদের মাঝে সরকারী কৃষি প্রণোদনার ৫ কেজি বীজ, ১০ কেজি ড্যাব ও ১০ কেজি এমওপি সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত।

বিতরণ সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম, উপজেলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা কৃষি কর্মকর্তা দোলন চন্দ্র রায়, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মাহবুবা খানম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. খলিলুর রহমান, সুভাষ চন্দ্র মন্ডল, জাফর আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল ইসলাম টিটু, বিপুল দাস প্রমুখ।

-শিশির

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily