অনলাইনঃ
আগুনে পুড়ে ছাই মিরপুরের কালশী বাসস্ট্যান্ডসংলগ্ন বাউনিয়াবাদের সি ব্লকের একটি বস্তি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

তবে ততক্ষণে আগুনে পুড়ে যায় অর্ধশতাধিক ঘরবাড়ি ও দোকানপাট।

এর আগে গতকাল ২৪ নভেম্বর, মঙ্গলবার দিবাগত রাত ২টার কিছু পর ওই বস্তিতে এ অগ্নিকাণ্ডের সূচনা হয়। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট।

তাদের দেড় ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। তবে অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার মো. কামরুল হাসান বলেন, ‘আগুন নিয়ন্ত্রণে ১২টি ইউনিট কাজ করেছে। মধ্যরাতে লাগা আগুনে বস্তির প্রায় অর্ধশতাধিক ঘর ও দোকান পুড়ে গেছে। কিন্তু আগুনের সূত্রপাত ও হতাহতের বিষয়ে এখনো জানা যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণও জানা যায়নি।’

এর আগে গত বছরের ২৬ ডিসেম্বর ওই বস্তিতে আগুনে শতাধিক ঘর পুড়ে গিয়েছিল।

গতকাল মঙ্গলবার বিকালে রাজধানীর মোহাম্মদপুরের বাবর রোডের বিহারী পট্টি জহুরি মহল্লার বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড সংঘটিত হয়। তার আগের দিন সোমবার রাতে আগুন লাগে মহাখালীর সাততলা বস্তিতে।

-বিকে

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily