অনলাইনঃ

মনোনয়ন ফরম সংগ্রহের ৪র্থ দিনে তিনশ’ আসনের জন্য ৪ হাজার ২৩ জন আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ।

আজ সোমবার রাতে সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি।

মাহবুব-উল-আলম হানিফ জানান, বরগুনা-১ আসনে আওয়ামী লীগের ৫২টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এ আসন থেকেই আওয়ামী লীগের তহবিলে যোগ হলো ৫২*৩০,০০০= ১৫ লাখ ৬০ হাজার টাকা। সবচেয়ে বেশি মনোনয়ন বিক্রি বরগুনা ১ আসনে।

একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর গত শুক্রবার থেকে টানা চার দিন মনোনয়ন ফরম বিক্রি করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily