অনলাইন ডেস্কঃ

বাংলাদেশ আওয়ামীলীগের পক্ষ থেকে কেন্দ্রীয় ২ নেতাসহ আওয়ামী লীগের ১৪ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

সোমবার আওয়ামী লীগ সভানেত্রীর ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত নোটিশ কুরিয়ার যোগে পাঠানো হয়েছে।

শোকজ পাওয়া কেন্দ্রীয় নেতার দুজনই সিলেটের। তারা হলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহউদ্দিন সিরাজ এবং কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন কামরান।

এছাড়া নোটিশ দেয়া হয়েছে দিনাজপুরের এমপি মনোরঞ্জন শীল ঘোপাল, রাজশাহীর এমপি আব্দুল ওয়াদুদ দারা ও বরগুনার এমপি ধীরেন্দ্র দেবনাথ শম্ভুকে।

বরগুনা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সাংগঠনিক সম্পাদক গোলাম সরোয়ার টুকু, সিলেট নগর কমিটির সাধারণ সম্পাদক আসাদ উদ্দীন, রাজশাহী জেলা কমিটির সাধারণ সম্পাদক আহসানুল হক মামুন, দিনাজপুর জেলা আওয়ামী লীগের আইন সম্পাদক অ্যাডভোকেট হামিদুল ইসলাম, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ, বীরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি জাকারিয়া জাকা, সিলেট মহানগর সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল ও বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যান দেলোয়ার হোসেনকে নোটিশ দেয়া হয়েছে।

নোটিশকৃত এই নেতাদের ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily