অর্থনীতিঃ
১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রাইভেট খাতের প্রথম আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড, ‘বেস্ট রিটেইল ফাইন্যান্স কোম্পানি’ হিসেবে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড (আইএফএ) অর্জন করেছে।
১৭ জানুয়ারি ২০১৯ তারিখ, বৃহ¯পতিবার দুবাইয়ের জুমেইরাহ এমিরেটস টাওয়ার্স হোটেলে আয়োজিত অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আইপিডিসি’র পক্ষ থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম।
প্রধানত মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ ও আফ্রিকা অঞ্চলের অর্থ, ব্যাংকিং, স¤পদ ব্যবস্থাপনা, ব্রোকারেজ, বীমা, জ্বালানি, তেল ও গ্যাস, সরবরাহ ও ইউটিলিটি খাতের শীর্ষ কর্মকর্তারা এবং সিনিয়র ম্যানেজমেন্ট প্রতিনিধিরা আইএফএ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে আইপিডিসি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম; আইপিডিসি’র বোর্ড এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান সামীর আহমেদ; ডিএমডি ও হেড অব বিজনেস ফাইন্যান্স রিজওয়ান ডি শামস; ডিএমডি ও হেড অব রিটেইল বিজনেস কায়সার হামিদ; হেড অব ডিস্ট্রিবিউশন সাভরিনা আরিফিন এবং হেড অব কর্পোরেট কমিউনিকেশন মাহজাবীন ফেরদৌস।
করপোরেট এবং পেশাদারি নৈপুণ্যের স্বীকৃতিস্বরূপ অ্যাওয়ার্ড প্রদান করে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যানুয়াল অ্যাওয়ার্ডস। বর্তমানে ব্যবসা ক্ষেত্র দ্রুততার সাথে উন্নতি করে চলেছে। এই উন্নয়ন ধারা অব্যাহত রাখতে আইএফএ সল্যুশন্স, পণ্য ও সেবার ক্ষেত্রে নতুন উদ্ভাবন এবং পারফরম্যান্সকে উৎসাহিত করা জরুরি বিবেচনা করে।
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স অ্যাওয়ার্ডস প্রতিষ্ঠানের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখতে সক্ষম হয়েছে এবং যেসব প্রতিষ্ঠান উদ্ভাবনী পণ্য বা সেবা বিকাশে কাজ করেছে, যা সহকর্মীদের জন্য ও ইন্ডাস্ট্রিতে বিশেষ দৃষ্টান্ত স্থাপন করেছে এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানসমূহকে স্বীকৃতি প্রদান এবং সম্মান প্রদর্শন করে থাকে।
গ্লোবাল বিজনেস কমিউনিটিতে ইতিবাচক প্রভাব ফেলতে সক্ষম বিষয়গুলোর মধ্যে আরও আছে করপোরেট সামাজিক দায়বদ্ধতা অথবা পরিবেশগত স্থায়িত্ব, উন্নত করপোরেট গভর্ন্যান্স এবং অন্যান্য অর্জনসমূহ।
ব্যক্তি বা প্রতিষ্ঠানের ধারাবাহিক প্রচেষ্টা এবং বিজনেস পারফরম্যান্স উৎকর্ষ করার প্রতিশ্রুতির স্বীকৃতি হলো আইএফএ।
আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মমিনুল ইসলাম বলেন, “প্রতিষ্ঠানের নাম ও লোগো পরিবর্তনের পরবর্তী সময়ে, আইপিডিসি রিটেইল বিজনেসের সক্ষমতা বাড়াতে অসামান্য প্রচেষ্টা চালিয়ে গেছে।
এ ধরণের অর্জন আমাদেরকে অনন্য গ্রাহক অভিজ্ঞতা নিশ্চিত করার বিষয়ে আরও অনেক বেশি দায়িত্বশীল করে তুলে, যার জন্য আমরা সবসময়ই সচেষ্ট থেকেছি। আইপিডিসি রিটেইল অফারিং-এ নিয়মিত উদ্ভাবন নিয়ে আসার লক্ষ্যে কাজ করছে।
আশা করছি শীঘ্রই এটা দেশের প্রতিটি ঘরে পৌঁছে যাবে এবং বাংলাদেশের সর্বাধিক গ্রহণযোগ্য ফাইন্যান্সিয়াল ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত হবে”।