নিজস্ব প্রতিবেদকঃ
১৯৮১ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের প্রথম বেসরকারি আর্থিক প্রতিষ্ঠান আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড এবং বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি (বিএসসিএমএস) যৌথ উদ্যোগে বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড (বিএসসিইএ) ২০১৯-এর উদ্বোধন উপলক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। অ্যাওয়ার্ড অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত ধারনা প্রদানের লক্ষ্যে এই সংবাদ সম্মেলনটির আয়োজন করা হয়।
বাংলাদেশ সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড (বিএসসিইএ) হলো বাংলাদেশের অভ্যন্তরে কার্যক্রম পরিচালনা করা ইন্ডাস্ট্রিগুলোতে সাপ্লাই চেইন নলেজ বিষয়ে অগ্রগতি ও প্রয়োগের ক্ষেত্রে অসাধারণ ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক অবদানের জন্য একটি সম্মানজনক স্বীকৃতি। অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের নলেজ পার্টনার থাকবে ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স (আইএসসিইএ)। গত বছরের ন্যায় এবারও, ২০১৮ সালে দেশের ম্যানুফ্যাকচারিং ও সার্ভিস অর্গ্যানাইজেশনের সাপ্লাই চেইন ম্যানেজমেন্টের বিভিন্ন ক্ষেত্রে যারা উল্লেখযোগ্য অবদান রাখতে সক্ষম হয়েছেন, তাদেরকেই এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সাপ্লাই চেইন পেশাজীবী, তরুণ পেশাজীবী এবং ব্যবসা প্রতিষ্ঠানগুলো ২০১৮ সালে নিজেদের অর্জনগুলো উপস্থাপন করার মাধ্যমে সম্মানজনক এই অ্যাওয়ার্ডে অংশ নিতে পারবেন।
বিএসসিইএ ২০১৯ অ্যাওয়ার্ড ১১টি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে প্রদান করা হবে। ক্যাটাগরিগুলো হলো সাপ্লাই চেইন কোলাবোরেশন অ্যান্ড পার্টনারিং; সাপ্লাই চেইন ট্যালেন্ট ডেভেলপমেন্ট; ম্যানুফ্যাকচারিং এক্সিলেন্স; সাপ্লাই চেইন ফাইন্যান্স ম্যানেজমেন্ট; লজিস্টিকস অ্যান্ড ট্রান্সপোর্টেশন ম্যানেজমেন্ট; কাস্টমার সার্ভিস; ওয়্যারহাউজিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন; সাপ্লাই চেইন প্ল্যানিং প্রসেস; টেকনোলজি অ্যাজ সাপ্লাই চেইন এনেবলার; সাপ্লাই চেইন সাস্টেইনেবিলিটি; ইয়াং সাপ্লাই চেইন ট্যালেন্ট অব দ্যা ইয়ার এবং সাপ্লাই চেইন প্রফেশনাল অব দ্যা ইয়ার। সাপ্লাই চেইন এক্সিলেন্স অ্যাওয়ার্ড ২০১৯’র জন্য সম্মানিত বিচারক প্যানেল ২৫টি সেরা অর্জন (৭টি ব্যক্তিগত, ৯টি স্থানীয় এবং ৯টি এমএনসি অর্গ্যানাইজেশন) বাছাই করবেন। অ্যাওয়ার্ড বিজয়ীরা স্বীকৃতিস্বরূপ সম্মাননা স্মারক এবং সনদপত্র পাবেন। তরুণ অ্যাওয়ার্ড বিজয়ীরা সম্মাননা স্মারক এবং সনদপত্র পাবেন, এছাড়া তাদের মধ্যে ৫ জনকে আইএসসিইএ সার্টিফিকেশন প্রদান করা হবে। কেসসহ নমিনেশন জমা দেয়ার শেষ তারিখ ২৪ অক্টোবর, ২০১৯। আগামী ২৮ নভেম্বর, ২০১৯ তারিখ সন্ধ্যা ৬টায় রাজধানী ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা-তে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠিত হবে।
আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড-এর এমডি ও সিইও মমিনুল ইসলাম; ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর রিজওয়ান দাউদ শামস; নেসলে বাংলাদেশের ডিরেক্টর অব করপোরেট অ্যাফেয়ার্স ও বাংলাদেশ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট সোসাইটি (বিএসসিএমএস)-এর প্রেসিডেন্ট নকীব খান; ইন্টারন্যাশনাল সাপ্লাই চেইন এডুকেশন অ্যালায়েন্স-এর এশিয়া অঞ্চলের সিইও এজাজুর রহমানসহ প্রতিষ্ঠানগুলোর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।
-শিশির