অর্থনীতিঃ
ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট ফাইন্যান্স কোম্পানি (আইআইডিএফসি) লিমিটেডের পরিচালনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত।
এতে আতাউর রহমান প্রধান, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সোনালী ব্যাংক লিমিটেড নতুন চেয়ারম্যান নির্বাচন করেছে।
এছাড়া কোম্পানির ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মাহবুবুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড।
একই সঙ্গে ইসি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর. এফ হোসেন।
মো. আতাউর রহমান প্রধান, ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা, সোনালী ব্যাংক লিমিটেড, আইআইডিএফসির একজন ডিরেক্টর।
এর আগে তিনি রূপালী ব্যাংক লিমিটেড এবং প্রবাসী কল্যাণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করেন। তিনি আইসিবি, পদ্মা ব্যাংক লিমিটেড এবং সিডিবিএলের একজন বোর্ড সদস্য।
তিনি অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি) এবং ইন্সটিটিউট অব ব্যাংকার্স, বাংলাদেশের (আইবিবি) ভাইস চেয়ারম্যান।
-শিশির