অনলাইনঃ
করোনার ব্যাপকতা ঠেকাতে দেশে সব গণপরিবহন ও রাইড শেয়ারিং সার্ভিসে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল।

তবে সরকার এবং বিআরটিএর নির্দেশনা অনুযায়ী ফের রাইড শেয়ারিং অ্যাপ উবার তাদের সেবা চালু করেছে।

বুধবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বাংলাদেশে উবারের মুখপাত্র এ তথ্য জানিয়েছেন।

উবার সূত্রে জানা গেছে, সরকার এবং বিআরটিএর নির্দেশনা অনুযায়ী উবারের সেবা চালু করা হয়েছে। তবে উবারের মোটরসাইকেল সার্ভিসটি চালুর বিষয়ে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

মঙ্গলবার (৬ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের জরুরি বিজ্ঞপ্তিতে সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত সব সিটি করপোরেশনের এলাকায় শর্ত সাপেক্ষে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়।

সরকারের এই বিজ্ঞপ্তির আলোকেই উবার তাদের সেবা চালু করেছে। সে হিসেবে কেবল সিটি করপোরেশন এলাকায়ই উবারের সেবা নেয়া যাবে।

তবে বেশ কয়েকদিন ধরে উবারের মোটরসাইকেল সার্ভিসটি খুলে দেয়ার জন্য বিক্ষোভ মোটরসাইকেল চালকেরা। আজও রাজধানীর মগবাজার, বেইলি রোড, শ্যামলী, এয়ারপোর্ট ও তেজগাঁওয়ে তাদের বিক্ষোভের খবর পাওয়া গেছে।

-কেএম

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily