অ্যাপার্টমেন্ট বিক্রিতে বিক্রয় ও কৃষিবিদ প্রপার্টিজ চুক্তিবদ্ধ

অ্যাপার্টমেন্ট বিক্রিতে বিক্রয় ও কৃষিবিদ প্রপার্টিজ চুক্তিবদ্ধ
অ্যাপার্টমেন্ট বিক্রিতে বিক্রয় ও কৃষিবিদ প্রপার্টিজ চুক্তিবদ্ধ

ব্যবসা-বাণিজ্যঃ
বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেটপ্লেস বিক্রয় ডট কম এবং আবাসন খাতের জনপ্রিয় নাম কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড-এর মধ্যে এক সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর হয়েছে।

চুক্তি অনুযায়ী কৃষিবিদ-এর আবাসন প্রকল্পের নির্মাণাধীন প্রজেক্টের ফ্ল্যাটগুলো বিক্রয় ডট কম ব্যবহারকারীরা সরাসরি বুকিং দিতে পারবেন।

প্রকল্পগুলোতে থাকবে ১২০০ থেকে ১৫০০ স্কয়ার ফিট সাইজের ফ্ল্যাট।

এছাড়াও এখানে আধুনিক জীবন যাপনের সব সুবিধা যেমনঃ বিনোদন, শপিং মল, সুইমিং পুল, খেলার মাঠ, কনভেনশন হল ও আনুষাঙ্গিক সুবিধাদি।

শীঘ্রই কৃষিবিদ সিটি, কমলাপুর, বিরুলিয়া, এবং সাভার এলাকায় কৃষিবিদ ওয়েস্ট ভিউ আবাসন প্রকল্পের নির্মাণাধীন এক সুবিশাল কন্ডোমিনিয়াম প্রজেক্ট নিয়েও এই দুই পক্ষ একসাথে কাজ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিক্রয় ডট কম-এর পক্ষ থেকে সিইও ঈশিতা শারমিন ও প্রপার্টি লিড মোঃ এমদাদুল হক মবিন, এবং কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর এমডি আলমগীর উপস্থিত ছিলেন।

বাংলাদেশের রিয়েল এস্টেট শিল্পের অন্যতম জনপ্রিয় একটি প্রতিষ্ঠানের নাম কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড।

বিগত ১৩ বছরেরও বেশি সময়ের অভিজ্ঞতায় এটি বাংলাদেশের আবাসন শিল্পে একটি বহুল পরিচিত নাম।

কৃষিবিদ গ্রুপের দুটি অঙ্গপ্রতিষ্ঠান হলো যথাক্রমেঃ কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড ও গ্লোরিয়াস ল্যান্ডস অ্যান্ড ডেভেলপমেন্টস লিমিটেড।

বর্তমানে কোম্পানি দুটি রাজধানী ঢাকা ও এর বাইরে আবাসিক জমি, কমার্শিয়াল অ্যাপার্টমেন্ট, ফ্ল্যাট, কন্ডোমিনিয়াম প্রকল্প, স্টুডিও অ্যাপার্টমেন্ট ইত্যাদি নির্মাণ করছে।

কৃষিবিদ প্রপার্টিজ লিমিটেড-এর ম্যানেজিং ডিরেক্টর এমডি আলমগীর বলেন, “আমরা বিক্রয়-এর সাথে দীর্ঘ ৭ বছরের বেশি সময় ধরে কাজ করছি এবং বিক্রয় ও কৃষিবিদ-এর সম্পর্ক আমাদের বেশ উপভোগ্য।

আমার বিশ্বাস বিক্রয় ডট কম-এর মাধ্যমে ক্রেতারা আমাদের আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত প্রজেক্ট থেকে তাদের পছন্দের ফ্ল্যাট খুঁজে নিতে পারবেন। আমি বিক্রয়-এর সফলতা এবং উত্তরোত্তর অগ্রণী ভূমিকা আশা করছি।”

বিক্রয় ডট কম-এর সিইও ঈশিতা শারমিন বলেন, “প্রপার্টি বিক্রয় ডট কম-এর অন্যতম জনপ্রিয় ক্যাটাগরি।

বর্তমানে এই ক্যাটাগরিতে ১৯,০০০-এরও বেশি বিজ্ঞাপন এবং ২০০ জনেরও বেশি মেম্বার রয়েছেন যারা সারা দেশে ক্রেতাদের ফ্ল্যাট বিক্রয়, ফ্ল্যাট ভাড়া, বাণিজ্যিক সম্পত্তি ভাড়া, জমি ইত্যাদি সহ নানান ধরনের প্রপার্টি খুঁজে নিতে সাহায্য করছেন।

এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে বিক্রয় ডট কম ব্যবহারকারীরা সহজেই তাদের পছন্দের আবাসন খুঁজে নেওয়ার পথে আরও এক ধাপ এগিয়ে গেলো।”

বিক্রয় ডট কম-এর প্রপার্টি লিড এমদাদুল হক মবিন এ প্রসঙ্গে বলেন, “আমরা কৃষিবিদ-এর মতন একটি কোম্পানির সহযোগী হতে পেরে গর্বিত, সেই সাথে আমরা কাজ করতে গিয়ে পারস্পরিক ভাবে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্কে উপনীত হয়েছি যা আমাদের সামনের অগ্রগতিতে ভূমিকা রাখবে।

বিক্রয় থেকে আমরা কৃষিবিদ-কে পূর্ণ সহযোগিতা এবং পারস্পরিক মেলবন্ধনের মাধ্যমে সামনে এগিয়ে যাবার ব্যাপারে দৃঢ় বিশ্বাসী।”

-শিশির

FacebookTwitter