অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম করোনায় আক্রান্ত

আইন আদালতঃ

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।

চিকিৎসার জন্য গতকাল ৪ সেপ্টেম্বর, শুক্রবার তাকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, ‘করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসাধীন অ্যাটর্নি জেনারেলের শারীরিক অবস্থা স্বাভাবিক রয়েছে। সেখানকার চিকিৎসকরা সার্বক্ষণিক তার চিকিৎসায় নিয়োজিত আছেন।’

এর আগে গতকাল সকালেই সুপ্রিম কোর্টের এই সিনিয়র আইনজীবীর শরীরে জ্বরসহ করোনায় উপসর্গ দেখা দেয় বলে জানিয়েছে তার পারিবারিক সূত্র। পরে চিকিৎসকরা মাহবুবে আলমকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন।

২০০৯ সালের ১৩ জানুয়ারি থেকে টানা অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করছেন সিনিয়র এই আইনজীবী। এর আগে ১৯৯৮ সালের ১৫ নভেম্বর থেকে ২০০১ সালের ৪ অক্টোবর পর্যন্ত মাহবুবে আলম অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।

-কেএম

FacebookTwitter