অসদুপায়ে জয়ীর বাতিল সার্টিফিকেট দিবে কমিশনঃ গওহর রিজভী

অনলাইনঃ
ভোটের অনিয়মের তদন্তের ভার নির্বাচন কমিশনের ওপর দিলেন প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

আওয়ামী লীগের উদ্যোগে ভোটের সন্ধ্যায় বিদেশী সংবাদিক ও পর্যবেক্ষদের বিফিংয়ে জার্মান সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন- যে সব বিরোধী প্রার্থী নানা অভিযোগ তুলে বর্জন করেছেন এটি একান্তই তাদের ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি এ নিয়ে কোন মন্তব্য করবেন না জানিয়ে বলেন, বিরোধী দল বা জোট অতীতে যেভাবে সমন্বিতভাবে ভোট বর্জন করেছে এবার তেমনটি হয়নি। তারপরও ব্যক্তিগতভাবে প্রার্থীরা যেসব অভিযোগ তুলেছেন তা তদন্তের দায়িত্ব নির্বাচন কমিশনের। তারা নিশ্চয়ই ভোটের পোস্টমর্টেম করবে এবং এটি হওয়া সময়ের ব্যাপার। সেখানে যদি কোন আসনে কোন প্রার্থী অসদুপায় অবলম্বন করে জয়ী হয়েছেন বলে মনে করে নির্বাচন কমিশন তাহলে তাদের সব ধরনের অধিকার রয়েছে তাকে বাতিল সার্টিফিকেট দেয়ার।

জাপানের এক সাংবাদিক উপদেষ্টার কাছে জানতে চেয়েছিলেন বিদ্যমান ব্যবস্থায় তারা কত আসনে জয়ী হচ্ছেন বলে মনে করেন? জবাবে ড. রিজভী বলেন, রাজনীতিক ছাত্র এবং রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি ভোটের ফল নিয়ে কখনও কোন আগাম মন্তব্য না করার নীতি নিয়ে চলেন। তবে ভোটের সূচনাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জয়ের ব্যাপারে যে কনফিডেন্স বা আত্মবিশ্বাস দেখিয়েছেন তিনি তার মধ্যেই থাকতে চান।

FacebookTwitter