বিনোদনঃ

জনপ্রিয় অভিনেতা সাদেক বাচ্চু আর নেই। সোমবার বেলা ১২টা ৫ মিনিটে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে রাজধানী ঢাকার ইউনিভার্সাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫বছর।

বাংলা চলচ্চিত্রে খল চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছেন সাদেক বাচ্চু। প্রায় পাঁচ দশকের ক্যারিয়ারে বহু সিনেমায় অভিনয় করেছেন তিনি। সেই সাথে বেতার, টিভি, মঞ্চ সকল অঙ্গনেই ছিল তার অবাধ বিচারণ। শৈশব থেকেই মঞ্চের সঙ্গে ছিল তার বন্ধন। নাট্যদল মতিঝিল থিয়েটারের সভাপতিও তিনি।

১৯৫৫ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করা এই অভিনেতার পারিবারিক নাম মাহবুব আলম সাদেক। তিনি বাংলাদেশ ডাক বিভাগের প্রাক্তন কর্মকর্তা। তিনি অভিনয়ের পাশাপাশি নাটকসহ বিভিন্ন বিষয় নিয়ে লেখালেখি করতেন।

-বিকো

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily