বিনোদনঃ
অবিবাহিত টলিউড অভিনেত্রী তনুশ্রী চক্রবর্তী। যিনি একাধিক প্রেমের সম্পর্কের গুঞ্জন নিয়ে অনেকবার খবরের শিরোনামে হয়েছেন।

তিনি এখন ৩৭ বছরে কিন্তু কেন বিয়ে করছেন না, তা নিয়ে এতদিন চুপ থাকলেও এবার ভাঙলেন নিরবতা।

তিনি অকপটে স্বীকার করলেন, ‘একজন বিবাহিত পুরুষের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক ছিল।’ যদিও তার নাম, পরিচয় প্রকাশ করেননি তনুশ্রী। এমনকি দশ বছর আগে সেই সম্পর্কে জড়িয়ে মাশুল গুনছেন তিনি। এই অভিনেত্রীর ভাষ্য, ‘দশ বছর আগে প্রেম করে ধরা খেয়েছি।’

বিয়ের বিষয়ে তিনি বলেন, ‘এখনো সিদ্ধান্ত নিইনি কবে বিয়ে করব। তবে বিয়ে করব। সেটা সময় বলে দেবে।’ তবে এক্ষেত্রে বেশ গোপনীয়তা বজায় রেখেছেন অভিনেত্রী। কার সঙ্গে সম্পর্কে রয়েছেন তা নিয়ে একদম মুখ খুলেননি।

প্রসঙ্গত, ২০১০ সালে ‘বন্ধু এসো তুমি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন তনুশ্রী।

এরপর ‘খাদ’, ‘বুনো হাঁস’, ‘অভিশপ্ত নাইটি’, ‘কয়েকটি মেয়ের গল্প’, বেডরুম’-এর মতো অনেক দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি।

-টিপু

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily