অনলাইন ডেস্কঃ

ব্যালট, ইভিএম ছাড়া অন্যকোন মাধ্যমে ভোট গ্রহণের পরিকল্পনা নেই নির্বাচন কমিশনের (ইসি)। নির্বাচনী সংবিধানের পরিপন্থী মনগড়া কোনো উপায়েই ভোটগ্রহণ হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে কমিশন।

যদিও মোবাইল ফোনের মাধ্যমে ভোট গ্রহণের পরিকল্পনা আছে মর্মে সম্প্রতি বেশ কটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছে।

গণমাধ্যমগুলোতে বলা হয়, ব্যালট, ইভিএম ছাড়াও আগামীতে মোবাইল ফোনে ভোট নেয়ার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে অসুস্থ ও প্রবাসীদের অগ্রাধিকার বেশি থাকবে। তবে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এটি বাস্তবায়ন হবে না।

সিটি কর্পোরেশন, জেলা ও উপজেলা পরিষদ, পৌরসভা এবং ইউপির ভোট মোবাইলের মাধ্যমে নেয়ার জন্য একটি কর্মপরিকল্পনা করছে ইসি। পদ্ধতিটি স্থানীয় নির্বাচনে ব্যবহারে সফল হলে পরে জাতীয় নির্বাচনেও ব্যবহার হবে।

সবার ভোটাধিকার নিশ্চিত করতে পরিকল্পনাটি কমিশনে পাঠানো হবে। সেখানে অনুমোদন পেলে বাস্তবায়নের কাজ শুরু হবে।

আরো উল্লেখ করা হয়, বর্তমান ব্যবস্থায় দেশের প্রায় ২০-৩০ শতাংশ ভোটার ভোট দিতে পারেন না। মোবাইলে ভোট দেয়ার ব্যবস্থা করলে ভোটের হার বাড়বে বলে মনে করছে ইসি।

এ ব্যাপারে নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, মোবাইল ফোনে ভোটগ্রহণের কোনো পরিকল্পনা নেই ইসির। তিনি বলেন, সংবিধানের পরিপ্রেক্ষিতে পরিকল্পনা গ্রহণ করতে হয়। নির্বাচনী সংবিধানের কোথাও মোবাইল ফোনে ভোট গ্রহণের বিধান নেই। অতএব মোবাইল ফোনে ভোট গ্রহণের প্রশ্নই উঠে না।

এ ব্যাপারে সংশ্লিষ্ট বেশ কয়েকজন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করলে তারাও মোবাইল ফোনে ভোট গ্রহণের বিষয়টি সত্য নয় বলে দাবি করেন।

-আরবি

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily