অন্তর্বর্তী সরকারে আরও ৪ নতুন মুখ

জাতীয়ঃ

নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারে যুক্ত হতে যাচ্ছেন আরও চার জন নতুন উপদেষ্টা।

সম্ভাব্য উপদেষ্টারা হলেন অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার এবং সাবেক সচিব ফাওজুল কবির খান।

এছাড়াও একজন সাবেক সেনা কর্মকর্তার নামও উপদেষ্টা হিসেবে শোনা যাচ্ছে, তিনি হচ্ছেন সাবেক লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

বাংলাদেশের রাষ্ট্রপতি ভবন থেকে এক সূত্র নিশ্চিত করেছে যে, আগামীকাল তাদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনার সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তী সরকার গঠন করা হয়।

এই সরকারে এ পর্যন্ত মোট সদস্য সংখ্যা ১৭। নতুন চার উপদেষ্টা যুক্ত হলে মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াবে ২১ জনে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মন্ত্রিপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় ও বাণিজ্য মন্ত্রণালয় সহ ২৪টি মন্ত্রণালয় ও বিভাগের দায়িত্ব গ্রহণ করেছেন।

-বিআর

Print Friendly, PDF & Email
FacebookTwitter