ব্যবসা-বাণিজ্যঃ
ট্রাক সেলের পাশাপাশি এখন থেকে অনলাইনেও নিত্যপণ্য বিক্রি করবে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
ভোজ্য তেল, ছোলা, চিনি এবং মসুর ডাল এ চারটি পণ্য বিক্রয় করা হবে।
‘মাহে রমযানে ঘরে বসে স্বস্তির বাজার’ কার্যক্রমের আওতায় সোমবার থেকে শুরু হওয়া এ পণ্য বিক্রি চলবে আগামী ৬ মে পর্যন্ত।
ই-কমার্স অ্যাসোসিয়েশনের (ই-ক্যাব) ডিজিটাল হাট ডট নেট এর ৮টি প্রতিষ্ঠানের মাধ্যমে ন্যায্য মূল্যে এ সব পণ্য বিক্রয় করা হবে।
বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি অনলাইনে এ কার্যক্রমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, টিসিবি ট্রাক সেলের মাধ্যমে নিত্যপ্রয়োজনীয় পণ্য ন্যায্যমূল্যে দেশব্যাপী বিক্রি করছে।
মধ্যবিত্ত শ্রেণির মানুষ যাতে এ সুযোগ থেকে বঞ্চিত না হয়, সেজন্য সরকার ই-কমার্সের সহযোগিতায় ভোজ্য তেল, ছোলা, চিনি এবং ডাল বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। এতে মানুষ ঘরে বসে পণ্য ক্রয়ের সুযোগ পাবে।
-কেএম