অটোমোটিভ শোতে ফোটন ভেহিক্যালের জমজমাট আয়োজন

অটোমোটিভ শোতে ফোটন ভেহিক্যালের জমজমাট আয়োজন
অটোমোটিভ শোতে ফোটন ভেহিক্যালের জমজমাট আয়োজন

ব্যবসা-বাণিজ্যঃ
রাজধানীর বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচলে ৩ দিন বেপি অনুষ্ঠিত হয়েছে ঢাকা -২০২৩।

দেশের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান এসিআই লিমিটেডের অঙ্গপ্রতিষ্ঠান এসিআই মটরস্ এই শো-তে ফোটন কমার্শিয়াল ভেহিক্যাল নিয়ে জমজমাট আয়োজনের মধ্যে দিয়ে অংশগ্রহণ করেছে।

ফোটন বিশ্বের সবচেয়ে বেশি বিক্রীত কমার্শিয়াল ভেহিক্যাল ব্র্যান্ড। বাংলাদেশে এসিআই মটরস্, ফোটন কমার্শিয়াল ভেহিক্যালের একমাত্র পরিবেশক।

ফোটন হলো বিশ্বব্যাপী বাণিজ্যিক যানবাহন বিক্রয় চ্যাম্পিয়ন যা বিশ্বব্যাপী ১০০টিরও বেশি দেশে উপস্থিতি সহ ১ কোটিরও বেশি বাণিজ্যিক যানবাহন বিক্রি করেছে।

এসিআই মটরস্ তিন দিনের এই মেলায় প্রদর্শন করেছে ফোটনের বিভিন্ন কমার্শিয়াল ভেহিক্যাল, যার মধ্যে ছিল ১ টন টিএম, ১.২ টন টিএম প্লাস, ১.৫ টন, অ্যাম্বুলেন্স ও মিনিবাস।
এসিআই মটরস্ এর সার্ভিস অ্যান্ড প্রোডাক্ট ডেভেলপমেন্ট ডিরেক্টর ইঞ্জিনিয়ার জনাব আসিফ উদ্দিনের উপস্থিতিতে ফোটন প্যাভিলিয়ানটি উদ্বোধন এর মধ্যে দিয়ে আয়োজন শুরু করে।

উল্লেখ্য এই যে মি: জ্যাক, কান্ট্রি ম্যানেজার, ফোটন মোটর গ্রুপ সহ এসিআই মটরস্ এর উচ্চপদস্থ কর্মকর্তা, গ্রাহক ও শুভানুধ্যায়ীরা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

যে সকল গ্রাহক এই অটোমোটিভ শো থেকে ফোটন গাড়ি কিনেছে এসিআই মটরস্ প্রত্যেক গ্রাহককে স্মার্টফোন উপহার স্বরূপ দিয়েছে ।

এছাড়াও, এসিআই মটরস্ এই অটোমোটিভ ইভেন্টে ফোটন ক্রেতাদের জন্য একটি র‍্যাফেল ড্রয়ের ব্যবস্থা করেছিল ।

একজন সৌভাগ্যবান গ্রাহক র‍্যাফেল ড্র-এর বিজয়ী হিসেবে একটি নতুন Yamaha FZS – V2 দ্বারা পুরস্কৃত হয়েছিল।

-শিশির

FacebookTwitter