অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করলে সরকার কঠোর হবে

অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করলে সরকার কঠোর হবে
অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করলে সরকার কঠোর হবে

রাজনীতিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি নিয়মতান্ত্রিক আন্দোলন করলে কোনও বাধা দেওয়া হবে না।

কিন্তু তারা যদি অতীতের মত অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করে তবে সরকার কঠোর হতে বাধ্য হবে।

তিনি বলেন, আমরা অনেক কাজ করেছি। এই কাজের সুফল জনগণ পাচ্ছে এবং তারা আগামী নির্বাচনে তারা আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করবে।

শনিবার (১৪ জানুয়ারি) গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ ও জাতীয় কমিটির যৌথ সভায় তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এ যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভায় আওয়ামী লীগ সভাপতির সমাপনী বক্তব্যে শেখ হাসিনা বলেন, বিএনপি প্রতিষ্ঠার পর থেকেই অত্যাচার-নির্যাতন চালিয়েছে।

আমরা (আওয়ামী লীগ) সেই নির্যাতনের শিকার হয়েছি। তাদের কোনো ছাড় দেওয়া হবে না। তারা যদি নিয়মতান্ত্রিক আন্দোলন করে তবে কোনো বাধা দেওয়া হবে না কিন্তু তারা যদি অগ্নিসন্ত্রাস, জ্বালাও-পোড়াও করে তবে কঠোর জবাব দেওয়া হবে।

সভানেত্রী জাতীয় নির্বাচনকে সামনে রেখে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে কোন্দল মিটিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত একাধিক নেতা সূত্রে জানা গেছে, যৌথসভায় দলের কেন্ত্রীয় কার্যনির্বাহী সদস্যদের কেউ কথা না বললেও জাতীয় কমিটি ও উপদেষ্টা পরিষদের প্রায় ২০ জন বক্তব্য রাখেন।

বৈঠকে তারা ২০২৩ সালের চ্যালেঞ্জ মোকাবেলা ও সংগঠনের তৃণমূলকে শক্তিশালী করে দলকে ঐক্যবদ্ধ করতে সভাপতির নির্দেশনা চেয়েছেন।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে আওয়ামী লীগের বিরুদ্ধে যে অপপ্রচার চলছে সেসবের বিরুদ্ধে তথ্যভিত্তিক জবাব দেওয়ার নির্দেশনা দেন।

FacebookTwitter