অনলাইনঃ
চকবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে আহতদের দেখতে আজ শনিবার ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালের বার্ন ইউনিটে অগ্নিকাণ্ডে আহত রোগীদের চিকিৎসার খোঁজ-খবর নিতে যাবেন।

বুধবার রাতের চকবাজারের চুড়িহাট্টা মোড়ের পাঁচটি ভবনের আগুনে জীবন্ত দগ্ধ হন অন্তত ৬৭ জন।

আহতদের মধ্যে ঢাকা মেডিকেল কলেজের বার্ন ইউনিটে চিকিৎসাধীন আছেন ৯ জন। তাদের সবার অবস্থা এখনও সংকটাপন্ন বলে চিকিৎসকরা জানিয়েছেন।

FacebookTwitter

About Bangla Daily

একটি পরিপূর্ণ বাংলা অনলাইন পত্রিকা। মাতৃভাষার দেশ বাংলাদেশ থেকে সরাসরি সস্প্রচারিত হচ্ছে।

View all posts by Bangla Daily